Main Slide Image
Main Slide Image
Main Slide Image
Main Slide Image
Main Slide Image
Thumbnail Slide Image
Thumbnail Slide Image
Thumbnail Slide Image
Thumbnail Slide Image

3 Days 2 Nights


Khulna

আপনাদের প্রিয় MV Alaska 2025/2026 সালের বুকিং নেওয়া শুরু করেছে। যারা ফ্যামিলি নিয়ে সুন্দরবন ঘুরতে যেতে চান, এখনই আপনাদের পছন্দমত রুম বুকিং করার সুবর্ণ সুযোগ।

Booking Number : 01720 331144 / 01680 331144


বাংলাদেশের প্রথম প্যানারমা ভিউ রুম সহ ট্যুরিস্ট বান্ধব বিলাশবহুল এবং সুন্দরবনের সবথেকে আকর্ষণীয় জাহাজ MV Alaska এ ভ্রমন করে ঘুরে আসুন পৃথিবীর সব থেকে বড়  ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে । যে সুন্দরবন আমাদেরকে বার বার বড় বড় ঝড়ের সামনে তার বিশাল বুক পেতে দিয়ে আমাদেরকে বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেয়, সেই বিশাল সুন্দরবন এবং তার প্রান বৈচিত্র দেখতে আমদের সাথে চলুন।

জলদি আপনার প্যকেজ এবং যেকোন কর্পোরেট বুকিং এর জন্য কল করুন। 👇

September 05-06-07

এছাড়াও October, November, December 2025 এবং 2026 সালের অগ্রিম বুকিং নেওয়া শুরু হয়েছে।

৩দিন ২ রাত, থাকবেন স্টার মানের MV Alaska ক্রুজ শিপে, সাথে সুইমিং পুল, বাফেট খাবার, লাইভ BBQ ডিনার, ইনডোর গেম সহ আরো অনেক কিছু। দেখবেন এবং জানবেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন।

এখানে আপনি পাবেন এক সাথে চারটি সৌন্দর্য।

১) নৌ বিহার।

২) ওয়াইল্ড লাইফ।

৩) প্রকৃতি।

৪) সাগর।

বাংলাদেশের আর কোথাও নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ নাই একমাত্র সুন্দরবন ছাড়া, আপনি এখানে নৌ বিহার, প্রকৃতি, ওয়াইল্ড লাইফ, সমুদ্র সব একসাথে পাচ্ছেন। এই সময় খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যায়। এমন কি এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারও দেখা যাবার সম্ভবনা খুব বেশী।

এই সময় সমুদ্রকে পাবেন আপনার মনের মত করে।

আর হ্যাঁ সুন্দরবনে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে বার-বি-কিউ নাইট।

আরও সাথে থাকছে ২ জন ফরেস্ট আর্ম গার্ড এবং অভিজ্ঞ গাইড।

ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত

(খুলনা -সুন্দরবন -খুলনা)

আমাদের ভ্রমনের স্থানঃ

১ঃ হারবাড়িয়া/ আন্দার মানিক। 

২ঃ কটকা জামতলা সী বিচ।

৩ঃ কটকা অফিস।

৪ঃ হিরন পয়েন্ট, দুবলার চর / কচিখালি, ডিমের চর

৫ঃ করমজল।

★১ম দিন :

নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়/রেল স্টেশন থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।

★★২য় দিন :

ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী সাথে ওয়াচ টাওয়ার উপভোগ করা হবে। ব্রেকফাস্ট করে কটকার অফিস পাড় নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো, 

এর পরে আমরা আবার জাহাজে করে কচিখালী দিকে রওনা করবো, কচিখালী এবং ডিমের চর ঘুরাঘুরি করে সন্ধ্যা নাগাদ ট্যুরিষ্ট শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনারের সাথে জাহাজ করমজলের দিকে রওনা করবে।

★★৩য় দিন :

সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক বিকাল 3.30PM/4.00PM নাগাদ খুলনা পৌছাবো।

জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।

যেসকল প্রয়োজনীয় জিনিস সঙ্গে আনতে হবেঃ

আপনার ব্যক্তিগত মেডিসিন, সানগ্লাস, ক্যপ, বেবি ফুড, ছাতা, টেলিটক সিম, ওয়াকিং সু/সান্ডেল।

যেসকল জিনিস সঙ্গে আনা যাবেনাঃ

কোন ধরনের বন্দুক এবং ড্রোন।

আপনার রুম বুক করতে এবং বিস্তারিত জানতে কল করুন:

Mob: +8801720-331144, +8801680-331144

Check Availability & Booking

+880